মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি আভিযানিক দল।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ফেনী জেলার সদর লালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সাঈদীকে চকরিয়া থানার কাছে হস্তান্তর করেন র্যাব-১৫ কক্সবাজারের একটি দল।
গ্রেপ্তারকৃত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার মৃত ইছহাক মিয়ার ছেলে।
র্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকাাির পরিচালক এএসপি মো.কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফজলুল করিম সাঈদীকে শুক্রবার রাতে ফেনীর লালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা থেকে সড়ক পথে ঢাকা যাচ্ছিলেন।
গোপনে এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করেন।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে চকরিয়া থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
এছাড়াও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের গাড়ি বহরে হামলার ঘটনার আসামী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুইয়া বলেন, শনিবার দুপুরে র্যাব-১৫ এর একটি টিম ফজলুল করিম সাঈদীকে থানায় হস্তান্তর করেছে। আমরা তাকে আদালতে পাঠিয়ে দিয়েছি।
Posted ২:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta