এম.জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া পৌরসভার কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ শেষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
রোববার (৯ জুন) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিভাবক শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য দেন চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর।
এসময় তিনি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক শিক্ষা অধিদফতর কতৃক শিখন প্রকল্পের আওতায় স্কুলব্যাগ বিতরণ করেন।
কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম নুরুস শফি, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম দুদু মেম্বার, চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রাজিফুল মোস্তফা রাজিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক মজিবুন নাহার।
সহকারী প্রধান শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের সহকারী সৈয়দ আকবর, বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মিশোরী জন্নাত মিশু, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আসমাউল হোসনা, কমিটির অভিভাবক সদস্য জমির উদ্দিন, মহিলা অভিভাবক সদস্য তানিয়া আক্তার ছাড়াও অসংখ্য অভিভাবক ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
Posted ১২:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta