এম.জিয়াবুল হক,চকরিয়া(২ জুন) :: চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি বাড়ানো লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
২ জুন বিকালে ডুলাহাজারা মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শেখ জামাল চকরিয়া ক্লাবের চেয়ারম্যান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চোরম্যান মো. নূরুল আমিন, চকরিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ক্রীড়া সংগঠক শওকত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, আওয়ামীলীগ নেতা মনছুর আলম।
এছাড়া উদ্ভোধনী অনুষ্ঠানে এলাকার সকল ধর্মের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনেরনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১২:০১ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta