মুকুল কান্তি দাশ,চকরিয়া(১৯ জানুয়ারী) :: কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার দুই ছাত্রের খদিস মিলছেনা। অভিভাবকরা থানায় জিড়ি করার পাশাপাশি নানা স্থানে খোঁজ করলেও স্কুল ও মাদ্রাসা পড়–য়া দুই ছাত্রের সন্ধান না পাওয়ায় তাদের দুই পরিবারের সদস্যরা হতাশায় ভুগছে। মা-বাবার কান্না থামছেনা।
নিখোঁজ দুই ছাত্রের মধ্যে চকরিয়ার গ্রামার স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র পৌরসভার হালকাকারা সওদাগর পাড়ার সাইফুল ইসলামের ছেলে মারুফ হাসান ১জানুয়ারী নিখোঁজ হয়। গতকাল শুত্রবার পর্যন্ত ১৯দিনেও তার সন্ধান মেলেনি।
অপরদিকে পেকুয়ার সদর ইউনিয়নের জালিয়াখালী এলাকার নেছার উদ্দিনের ছেলে পটিয়া পৌরসদরের হাজী আব্দুল মালেক আমিরিয়া হেফজ খানার ছাত্র মোঃ আবরাব প্রকাশ রুবেল (১২) ৯ জানুয়ারী নিখোঁজ হওয়ার পর শুত্রবার পর্যন্ত ১০দিনেও সন্ধান মেলেনি।
দুই পরিবারের পক্ষ থেকে থানায় করা জিড়িতে দাবী করা হয়েছে চকরিয়ার ছাত্র মারুফ স্কুলে যাওয়ার পর আর ঘরে ফেরেনি। পেকুয়ার রুবেল পটিয়ার মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।
Posted ৬:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta