এম.জিয়াবুল হক,চকরিয়া(২১ জুন) :: চকরিয়ায় অবশেষে অভিনব কৌশলে বিদ্যুৎ চুরির রহস্য উৎঘাটন করেছে পিডিবির কর্মকর্তারা। বুধবার বিকালে চকরিয়া পৌরসভার শমশেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি টমটম গ্যারেজে বিদ্যুৎ চুরির ঘটনাটি উৎঘাটন করা হয়েছে।
অভিযুক্ত টমটম গ্যারেজটির মালিক তার নামে সংযোগ নেয়া মিটারের পাশাপাশি দীর্ঘদিন ধরে পিডিবি ও পৌরসভার সংযোগ লাইন থেকে বিদ্যুৎ চুরি করে আসছিলেন। চকরিয়া পিডিবি ও পৌরসভার কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি দুটি প্রতিষ্ঠানের প্রায় ২০লাখ টাকার বিদ্যুত চুরি করেছে অভিযুক্ত ওই গ্যারেজ মালিক।
এ ঘটনার পর অভিযুক্ত ওই গ্যারেজের সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে পিডিবি চকরিয়া উপজেলা আবাসিক প্রকৌশলী ফয়জুল আলীম আলোসহ অভিযান টিমের সদস্যরা।
পিডিবির কর্মকর্তারা জানিয়েছেন, চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের শমসেরপাড়া গ্রামের বাসিন্দা আনম সালাম নামের এক গ্রাহক লাবিব ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের নামে দুইবছর আগে টমটম গ্যারেজের জন্য দুটি মিটার সংযোগ নেন। যার মিটার নম্বর চার্জিং হিসাব নং ই/৩৮৫৫, গ্রাহক নং ২৬৯১৪৫৩১ এবং হিসাব নং ই/৪৩৬৮, গ্রাহক নং ২৬৯৬০৯৭৮।
সংযোগ নেয়ার পর ২বছর ধরে ওই গ্রাহক বিল অনুযায়ী প্রদত্ত বিদ্যুৎ বিল পরিশোধ করে টমটম গ্যারেজে ব্যবসা করে আসছেন। কিন্তু কৌশলৈ তিনি সংযোগ লাইনের পাশে অবস্থিত পিডিবি ও চকরিয়া পৌরসভার সড়ক বাতি লাইনের সংযোগ থেকে আলাদা তার লাগিয়ে দিয়ে অভিনব কৌশলে বিদ্যুত চুরি করে আসছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পিডিবি চকরিয়া উপজেলা আবাসিক প্রকৌশলী ফয়জুল আলিম আলো বলেন, অভিযুক্ত বিদ্যুৎ গ্রাহক আ.ন.ম সালাম বিগত ৬মাস ধরে টমটম গাড়ী চার্জ দেওয়ার জন্য প্রতিদিন ২কিলো বিদ্যুত ব্যবহার করে আসলেও প্রতিদিন বিদ্যুৎ ব্যবহার করছেন ৩২টি পয়েন্টে ৫১২কিলো। সরকারি হিসেবে ওই গ্রাহক ৬মাসে ৩৬৮০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের কথা থাকলেও তিনি অবৈধভাবে ব্যবহার করেছেন ৯২১৬০ইউনিট।
তিনি বলেন, আমাদের হিসেবে অভিযুক্ত গ্রাহক পিডিবি থেকে ৯লাখ ৬০ হাজার ৬৭৪ টাকার বিদ্যুৎ চুরি করেছেন। পাশাপাশি তিনি চকরিয়া পৌরসভার সড়ক বাতি লাইনের সংযোগ থেকেও দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরি করে আসছেন।
আবাসিক প্রকৌশলী বলেন, ঘটনাটি আঁচ করতে পেরে বুধবার বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত গ্রাহকের সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এব্যাপারে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম, পিডিবি উপসহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও পৌরসভার সড়ক বাতি পরিদর্শক ফরিদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনার বিষয়ে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, একাধিক চোর চক্র দীর্ঘদিন ধরে চকরিয়া পৌরসভার সড়ক বাতি লাইনের সংযোগ থেকে অভিনব কৌশলে বিদ্যুৎ চুরি করে আসছে। তাদের কারনে বিদ্যুৎ বিলের খড়ক চলছে পৌরসভার ওপর।
তিনি বলেন, সমশেরপাড়া গ্রামের অভিযুক্ত গ্রাহক বিগত দুইবছরে পৌরসভার সড়ক বাতি লাইন থেকে সুকৌশলে কমপক্ষে ১০লক্ষাধিক টাকার বিদ্যুৎ চুরি করেছে।
এব্যাপারে ক্ষতিপুরণ আদায়ের লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মেয়র বলেন, এ ধরণের ঘটনা পৌরসভার অন্য কোন এলাকায় চলছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ২:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta