এম.জিয়াবুল হক,চকরিয়া(২৯ মে) :: চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারের সভাপতিত্বে নিন্মোক্ত বাজেট ঘোষণা করা হয়।
ইউপি সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য-সদস্যা যথাক্রমে মো: হোছন, আবদুন নবী, মনির উদ্দিন, জহির আহমদ, আবুল কালম, সরোয়ার উদ্দিন, কলিম উল্লাহ, আনোয়ারুল ইসলাম বাদশা, শফিকুল কাদের, নাছিমা আক্তার, আছিয়া বেগম, আনোয়ারা বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
ঘোষিত বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ১৩লক্ষ ৩৩হাজার ৮৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৩লক্ষ ১৬হাজার ৮৮ টাকা। বাজেটে উদ্বৃত্ত রয়েছে ১৪হাজার টাকা। উন্নয়ন বাজেটে সম্ভাব্য ব্যয়ে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বৌত অবকাঠামো, নারী-শিশু উন্নয়ন ইত্যাদি খাতে গুরুত্বারোপ করা হয়েছে।
২০১৭-১৮ অর্থ বছরের এই বাজেট ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সভায় উপস্থিত সকল সুধীজন। পরিশেষে ইউপি চেয়ারম্যান মো: দিদারুল হক সিকদার সকলকে ধন্যবাদ জানিয়ে বাজেট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
চকরিয়া সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদে ১ কোটি ৭০ লাখ টাকার নতুন বাজেট ঘোষনা
——————————————-
চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ নতুন অর্থবছরের জন্য এক কোটি ৭০ লাখ ৩৩ হাজার দুইশত টাকার নতুন বাজেট ঘোষনা করা হয়েছে। গত ২৭ মে সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পরিষদের সকল সদস্য, ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি ও জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম উন্মুর্থ এ বাজেট ঘোষনা করেন।
ইউপি সচিব অজয় কুমার রুদ্রের সঞ্চালনায় বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য জাহেদ সিকদার, মিনার হোসেন, কামাল হোসেন, নির্মল দাশ, আবুল হাশেম, নুরুল আমিন, মোহাম্মদ রুবেল, নাছির উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য ছালেহা বেগম, ফোরকান আরা, আছমাউল হুসনা। অনুষ্ঠানে ইউনিয়ন তথ্য সেবা ডিজিটাল সেন্টারের পরিচালক সুমন দাশ ছাড়াও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি এবং বিপুল জনসাধারণ উপস্থিত ছিলেন।
ঘোষিত বাজেটে ইউনিয়ন পরিষদে রাজস্ব আয় দেখানো হয় ৬লাখ ৪৮ হাজার টাকা ও উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার দুইশত টাকা। ঘোষিত বাজেটে সর্বমোট পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৭০ লাখ ৩৩ হাজার দুইশত টাকা।
চকরিয়ায় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে নতুন অর্থবছরে ৭৬ লাখ টাকার বাজেট
————————————-
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ নতুন অর্থবছরের জন্য ৭৬ লাখ টাকার নতুন বাজেট ঘোষনা করা হয়েছে। গত ২২ মে সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পরিষদের সকল সদস্য, ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি ও জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষনা করেন।
ইউনিয়ন পরিষদের সচিব মন্টু কুমার বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিষদের প্যানেল চেয়ারম্যান (এক) মো.এনামুল হক, প্যানেল চেয়ারম্যান (দুই) রুপন দাশ, প্যানেল চেয়ারম্যান (তিন) রোকসানা পারভীন, পরিষদের সদস্য তাসমিন জাহান, শিরীন ফরহাদ, মোহাম্মদ আলমগীর, শাহাব উদ্দিন, মোজাহের আহমদ, জহিরুল ইসলাম, আবু ইউছুপ, রশিদ আহমদ, আবুল কালাম, ইউএনও প্রতিনিধি আতিকুর রহমান হানু, মোস্তাক আহমদ, শিক্ষক প্রতিনিধি সালাহ উদ্দিন, ইউএনও প্রতিনিধি মোহাম্মদ আলী প্রমুখ। এছাড়াও বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি এবং বিপুল জনসাধারণ উপস্থিত ছিলেন।
ঘোষিত বাজেটে ইউনিয়ন পরিষদে রাজস্ব আয় দেখানো হয়েছে ৬০ লাখ টাকা ও উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৭০ লাখ টাকা। ঘোষিত বাজেটে সর্বমোট পরিমাণ দেখানো হয়েছে ৭৬ লাখ টাকা।
Posted ১১:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৯ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta