এম.জিয়াবুল হক,চকরিয়া(৬ জানুয়ারী) :: চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রাম থেকে জোসনা আক্তার (২৭) নামের এক গৃহবধুকে অপহরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাতটার দিকে প্রাকৃতিক কাজে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওই নারীকে আগে থেকে উৎপতে থাকা দুর্বৃত্তরা একটি সিএনজি অটোরিক্সায় তুলে অপহরণ করে নিয়ে যায়।
স্ত্রীকে অপহরণের ঘটনায় তাঁর স্বামী মো.এহেছান উদ্দিন বাদি হয়ে শুক্রবার (৫জানুয়ারী) রাতে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারটিতে আসামি করা হয়েছে তিনজনকে।
অভিযুক্ত আসামিরা হলেন উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের বুড়িরপাড়া গ্রামের (বর্তমানে বাটাখালী প্রত্যাশার আলো) স্কুলের পাশের বেলালের বিল্ডিংয়ের ভাড়াটিয়া মৃত মনছুর আলমের ছেলে আবদুর রহমান বিশ^াস, মোহাম্মদ ছোটন ও একই ইউনিয়নের দিয়ারচর পাড়া গ্রামের মৃত আবদুস চোবাহানের ছেলে নুরুল আলম।
থানার আর্জিতে বাদি এহেছান উদ্দিন জানান, তিনি পেশায় একজন রাজমেস্ত্রী। কয়েকমাস ধরে তিনি চকরিয়া পৌরসভার বাটাখালীস্থ প্রত্যাশার আলো শিক্ষালয় স্কুলের পাশের বেলালের বিল্ডিংয়ে তিনি স্ত্রী জোসনা আক্তার ও ছয়বছর বয়সের মেয়ে উম্মে সুরাইরা এশাকে নিয়ে ভাড়া থাকতেন।
অভিযুক্ত আসামিরা একই বিল্ডিংয়ে বসবাস করার সুবাদে তার স্ত্রীর সাথে আসামিদের পরিবারের সাথে ঘনিষ্টতা হয়। তিনি দাবি করেন, আসামি ছোটনের বোন দুবাই থাকে স্বামীর সাথে। এ সুযোগে অভিযুক্ত আসামিরা তাঁর স্ত্রীকে ফুসলিয়ে ভাল চাকুরী দেয়ার প্রলোভনে দুবাই নিতে যেতে চেষ্ঠা করে।
ঘটনাটি আমি জানতে পেরে স্ত্রী জোসনা আক্তারকে কিছুদিন আগে তাঁর বাপের বাড়িতে (সাহারবিল ইউনিয়নের কোরালখালী) রেখে আমরা সেখানে বসবাস শুরু করি।
ঘটনারদিন গত বৃহস্পতিবার (৪ জানুয়ারী) রাত আনুমানিক সাতটার দিকে প্রাকৃতিক কাজে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওই নারীকে আগে থেকে উৎপতে থাকা দুর্বৃত্তরা একটি সিএনজি অটোরিক্সায় তুলে অপহরণ করে নিয়ে যায়।
স্বামী মো.এহেছান উদ্দিন আশঙ্কা করছেন, অপহরণের পর অভিযুক্ত আসামিরা তার স্ত্রীকে ধষর্ণের পর ভিডিও করে বাজারে ছাড়বে, নতুবা তাকে তুলে দেবে নারী পাচারকারী চক্রের হাতে। এ অবস্থায় তিনি স্ত্রীকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন।
Posted ১২:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta