এম.জিয়াবুল হক,চকরিয়া(২১ ডিসেম্বর) :: চকরিয়ায় পৌরশহরের থানা রোড়ের খোদারকুম এলাকায় টমটমের ধাক্কায় ২ পথচারী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর ১নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে জামাল উদ্দিন (৪৫) ও ৫ নং ওয়ার্ড করাইয়াঘোনা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মনছুর আলম (২০)।
আহতদের মধ্যে মনছুর আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মনছুর আলম পায়ে হেঁটে থানা সেন্টার থেকে চিরিঙ্গা শহরে আসছিল। পথিমধ্যে খোদারকুম এলাকায় পেছন দিক থেকে একটি টমটম মনছুর আলম ও জামাল উদ্দিনকে নামের দুই পথচারীকে ধাক্কা দিেেল তারা মাঠিতে পড়ে যায়।
এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাজিম উদ্দিন জানান, আহতদের মধ্যে মনছুর আলমের অবস্থা গুরুতর। সে মাথায় আঘাত পেয়েছে। তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
Posted ১:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta