এম.জিয়াবুল হক,চকরিয়া(১৭ জানুয়ারী) :: চকরিয়া পৌরসভার ভরামুহুরীতে মোবাইল বিক্রির একশত টাকা দেয়া নেয়া নিয়ে মোরশেদ আলম (২০) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পর গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে।
১৭ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরীস্থ মোহাজন ভিটা নামক এলাকার সড়কে ঘটেছে এ ঘটনা।
আহত মোরশেদ আলমের মামা শাহাব উদ্দিন জানান, কয়েকদিন আগে আহত মোরশেদ পৌরসভার ভরামুহুরী এলাকার রুহুল আমিনের ছেলে মিজানের কাছ থেকে একটি মোবাইল ক্রয় করেন। মোবাইল বিক্রি বাবত মিজান মোরশেদ আলমের কাছ থেকে একশত টাকা পাওনা রয়েছে।
তিনি জানান, ১৭ জানুয়ারী সন্ধ্যার দিকে রাস্তায় দেখা হলে মিজান পাওনা ওই টাকা খুঁেজন মোরশেদ আলমের কাছে। টাকা পরে দেবে বললে ক্ষিপ্ত হন মিজান। এরপর দুইজনের মধ্যে হালকা তর্কাতকি ঘটে। ঘটনার এক পর্যায়ে মিজান কোমড় থেকে ছুরি বের করে আঘাত করেন মোরশেদকে।
বর্তমানে আহত মোরশেদ আলম চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানান আহত মোরশেদ আলমের মামা শাহাব উদ্দিন।
Posted ১২:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta