এম.জিয়াবুল হক,চকরিয়া(১০ জুন) :: চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি একটি এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাত তিনটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া শিয়াল্যামুড়া নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া শিয়াল্যামুড়া নামক জঙ্গল এলাকায় ৭/৮জনের একদল স্বশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে চকরিয়া থানার উপ পরিদর্শক (এস আই) কাজী সুলতান আহসান উদ্দিন ও এস আই সুকান্ত চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশদল নিয়ে অভিযান চালায়।
পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুজন ডাকাতকে গ্রেপ্তার করেন। ধৃত ডাকাতরা হলেন খুটাখালী গর্জনতলী এলাকার শামসুল আলমের পুত্র নুরুল বশর (২৭) ও একই এলাকার হামিদুর রহমানের পুত্র মোঃ সেলিম (১৯)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শনিবার রাত দুইটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জঙ্গলের ভেতর ডাকাতির জন্য ৭-৮ জনের ডাকাতদল জড়ো হয়। পরে খবর পেয়ে ডাকাতি পুলিশের একটিদল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও পিছু ধাওয়া করে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
Posted ১১:৪৮ অপরাহ্ণ | শনিবার, ১০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta