এম.জিয়াবুল হক,চকরিয়া(৬ সেপ্টেম্বর) :: চকরিয়য় তৈলবাহী একটি ভাউচার ও অপর একটি ম্যাজিক গাড়ীর মুখোমুখি সংঘর্ষে শিশু ও চালকসহ অন্তত ১০জন গুরুতর আহত হয়েছে।
বুধবার বিকাল ৩টার দিকে কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার উপজেলার বানিয়ারছড়া ষ্টেশনের দক্ষিনে ঘটেছে এ দুর্ঘটনা।
দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। তারমধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।
অপর আহতদেরকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল ও বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান জমজম এবং ইউনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করেছে।
চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ গাড়ি দুটি আটক করেছে। এব্যাপারে আইনগত প্রদক্ষেপ নেওয়া হচ্ছে।
Posted ২:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta