এম.জিয়াবুল হক,চকরিয়া(২৫ মে) :: চকরিয়ায় তেলবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের পর পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ওই ট্রাকের হেলপারকে। তবে তেল কিনতে আসা ঠিকাদারী প্রতিষ্টানের ম্যানেজার নিখোঁজ রয়েছে। বুধবার রাতে বানিয়ারছড়া এলাকায় ঘটেছে এ ঘটনা।
স্থানীয় সুত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে এলজিইডির অর্থায়নে উপজেলার বানিয়ারছড়া-লামার ফাইতং সংযোগ সড়কের উন্নয়ন কাজ চলছে। কাজটি করছেন একটি ঠিকাদারী প্রতিষ্টান।
জানা গেছে, বুধবার রাতে সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত স্কেবেটর এর জন্য ডিজেল ক্রয় করতে ম্যানেজার মোহাম্মদ হাসান একটি মিনি ট্রাকে করে চকরিয়া পৌরশহরে আসেন। স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে ১০৫০ লিটার ডিজেল ক্রয় করে তিনি কর্মস্থলে ফিরছিল। পথিমধ্যে বানিয়ারছড়া এলাকায় পৌছঁলে কতিপয় লোকজন ট্রাকটি থামিয়ে চালক হেলপার ও ম্যানেজারকে নামিয়ে দিয়ে কৌশলে তেলবোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশের অভিযানে ট্টাকটি উদ্ধার করা হলেও গাড়িতে থাকা তেল বানিয়ারছড়া এলাকার একটি খুচরা দোকানে বিক্রয় করে দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্কেবেটর গাড়িটির মালিক জহিরুল হক দাবী করেন, তেল কিনতে যাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার হাসান ঘটনা পর থেকে নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় চকরিয়া থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার ও হেলপার সালাহউদ্দিনকে আটক করে বৃহস্পতিবার দুপুরে। ওই ট্রাকের চালক পলাতক রয়েছে।
Posted ১০:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
coxbangla.com | Chanchal Chy