এম.জিয়াবুল হক,চকরিয়া(২৪ ডিসেম্বর) :: চকরিয়া থানা পুলিশের অভিযানে বন মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে থানা পুলিশের একটিদল উপজেলার ফাসিয়াখালী ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
থানা পুলিশ জানায়, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে শনিবার রাতে থানার এএসআই আকবর মিয়া সহ পুলিশের একটিদল উপজেলার সুরাজপুর-মানিকপুর ও ফাসিয়াখালী ইউনিয়নে অভিযান চালিয়ে বন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন ফাসিয়াখালী ইউনিয়নের ঘোনার পাড়া এলাকার মৃত হানিফের ছেলে ছোটন (২৭) ও মানিকপির সুরাজপুর ইউনিয়নের বিলেজার পাড়ার মৃত নুর আহামদের ছেলে কামাল উদ্দিন (৫০)।
রোববার গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
Posted ১:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta