এম.জিয়াবুল হক,চকরিয়া(২৭ আগষ্ট) :: চকরিয়া উপজেলার বদরখালীতে মাছ বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুই যুবককে বেধম প্রহার করে এক লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে বদরখালী ফেরীঘাট এলাকায় ঘটেছে হামলা ও টাকা লুটের এ ঘটনা। ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুই যুবককে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা হলেন বদরখালী ইউনিয়নের ২নম্বর ব্লকের নতুনঘোনা এলাকার হাজি মোহাম্মদ নুরুন নবীর ছেলে মো.হানিফুল ইসলাম (২০) ও তার বন্ধু চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ নয়ন (১৯)।
আহত হানিফুল ইসলাম জানান, চিংড়িজোনে তাদের মৎস্যঘের রয়েছে। প্রতি জো’তে ঘের থেকে আহরণ করা মাছ বদরখালী ফেরীঘাট এলাকার ফিশারীতে বিক্রি করেন।
বিকালে বদরখালী ফেরীঘাট এলাকার একটি ফিশারী থেকে মাছ বিক্রির ১লাখ ৭০ হাজার টাকা নিয়ে বন্ধু নয়নকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। ওইসময় ফেরীঘাটের অদুরে আগে থেকে উৎপেতে থাকা মনির উদ্দিনের নেতৃত্বে ওশান বাহাদুর, রিপন, জাহাংগীরসহ তাদের সহযোগিরা গতিরোধ করে অতর্কিত মারধর শুরু করে।
হানিফুল ইসলাম অভিযোগ করেছেন, মারধরের এক পর্যায়ে হামলাকারীরা তাঁর পকেটে থাকা মাছ বিক্রির ওই টাকা ও দুটি দামি মোবাইল সেট লুটে নিয়ে পালিয়ে যায়। ঘটনার ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আহত হানিফুল ইসলাম।
Posted ১২:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta