এম.জিয়াবুল হক,চকরিয়া(২৭ আগষ্ট) :: চকরিয়ায় প্রদক্ষেপ নামের একটি এনজিও সংস্থার অফিস থেকে ঋণের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দিনদুপুরে হামলার শিকার হয়েছেন নানী ও কলেজ পড়–য়া নাতি। ওইসময় নানী ও নাতিকে পিটিয়ে এবং সর্বশরীরে কামড়ে আঘাত করে টাকার থলেটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন ও এনজিও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রতিরোধের মুখে টাকা গুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।
তবে ওইসময় বেশ কিছু টাকা এবং মোবাইল সেট ও স্বর্ণের চেইন এবং কাণের দুল নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী পারুলের অপর দুই সহযোগি নারী।
শনিবার বিকালে চকরিয়া পৌরসভার ভরামুহুরীস্থ ওই এনজিও সংস্থার অফিসের নীচে ঘটেছে এ ছিনতাই চেষ্টার ঘটনা।
ছিনতাইকারীদের হামলা ও কামড়ে আহত নানী রশিদা বেগম (৫২) ও নাতি চকরিয়া কলেজের প্রথমবর্ষের ছাত্র সাহেদুল ইসলাম মিনারকে (১৮) স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে। তাদের মধ্যে মিনারকে গুরুতর অবস্থায় চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাই ও হামলার শিকার নারী রশিদা খাতুন চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী।
ছিনতাইয়ের শিকার নারীর ছেলে চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির সদস্য কফিল উদ্দিন জানান, শনিবার দুপুরে তাঁর মা রশিদা বেগম ও বোনের ছেলে মিনারকে সাথে নিয়ে চকরিয়া পৌরসভার ভরামুহুরীস্থ এনজিও সংস্থা প্রদক্ষেপ অফিসে ঋণের টাকার জন্য যান। বিকাল তিনটার দিকে ঋণের ৭০ হাজার টাকা একটি থলে ভর্তি করে তাঁর মা ও ভাগিনা বাড়ি ফিরছিলেন।
ওইসময় এনজিওটির অফিসের নীচে আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারী চকরিয়া পৌরসভার বাজারপাড়া গ্রামের নুরুল আবছারের স্ত্রী পারুল আক্তার সহযোগি দুই নারীকে সাথে নিয়ে তাদের (মা ও ভাগিনা) ওপর একযোগে আক্রমন করে। ওইসময় ছিনতাইকারী পারুল আক্তার আক্রমনের এক পর্যায়ে রশিদা বেগমকে পিটিয়ে বেধম মারধরের পর টাকা ভর্তি থলেটি নিয়ে চম্পট দেয়।
কফিল উদ্দিন জানান, ঘটনার সময় তার মায়ের সাথে থাকা ভাগিনা মিনার শোর-চিৎকারে করলে ছিনতাইকারী পারুল ও তাঁর সহযোগি কসাইপাড়া গ্রামের অপর দুইনারী মিলে কলেজ শিক্ষার্থী মিনারকে মারধরের পর সর্বশরীরে কামড়ে আঘাত করে। ততক্ষনে আশপাশের লোকজন ও এনজিও সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে তাঁদের কাছ থেকে টাকার থলেটি উদ্ধার করেন। ঘটনার সময় ছিনতাইকারী পারুলের স্বামী নুরুল আবছারও উপস্থিত ছিল বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রদক্ষেপ এনজিও সংস্থার চকরিয়া উপজেলা ব্যবস্থাপক মো.নজমুল হক বলেন, রশিদা বেগম তাদের এনজিও’র অধীনে পরিচালিত ঋণদান কর্মসুচির সংগঠনের সদস্য। শনিবার তিনি নতুন ঋণের জন্য অফিসে আসেন। অফিসের সকল কার্যক্রম শেষে তাকে ঋণের ৭০ হাজার টাকা দেয়া হয়।
তিনি বলেন, টাকা গুলো নিয়ে অফিস থেকে নীচে নামার মুর্হুতে কিছু নারী ছিনতাইকারী অতর্কিত হামলা চালিয়ে তাঁর কাছ থেকে টাকার থলেটি লুটে নেয়। আমরা খবর পেয়ে অফিস থেকে নীচে নেমে স্থানীয় লোকজনের সহায়তায় ছিনতাইকারীদের ধাওয়া করে টাকা গুলো উদ্ধার করতে সক্ষম হই।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এনজিও সংস্থার অফিসে এসে গ্রাহকের কাছ থেকে টাকা ছিনতাই চেষ্ঠার ঘটনাটি অবশ্যই খতিয়ে দেখা হবে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১২:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta