এম.জিয়াবুল হক,চকরিয়া(২২ আগষ্ট) :: চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকার কাজিরপাড়া গ্রামে মুঠোফোনে দাবিকৃত ৫লাখ টাকা চাঁদা না দেয়ায় নির্মাণাধীন একটি বসতবাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় বাড়িটির প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে।
এ ঘটনায় বাড়িটির গৃহকর্ত্রী রাহেলা বেগম বাদি হয়ে গতকাল চকরিয়া থানায় চারজনের নাম উল্লেখ্য করে আরো ৫-৬জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে একটি এজাহার দায়ের করেছেন।
অভিযুক্ত আসামিরা হলেন পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা সিকদারপাড়া গ্রামের আবু তাহের বাদশা মিয়ার ছেলে রবিন মোহাম্মদ, নামার চিরিঙ্গার মো.মজিদের ছেলে মোহাম্মদ নয়ন, সহযোগি মিনহাজ, কাহারিয়াঘোনা সিকদারপাড়ার বাদশা মিয়ার ছেলে ফয়সাল।
থানায় দায়ের করা এজাহারে বাদি স্থানীয় কামাল উদ্দিনের স্ত্রী রাহেলা বেগম জানান, কিছুদিন আগে তাদের বসতভিটায় ছেলে মো.আয়াজ প্রকাশ পারভেজ একটি সেমিপাকা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন। ইতোমধ্যে বাড়িটির নির্মাণ কাজ প্রায় অর্ধেক হয়েছে।
কিন্তু অভিযুক্ত আসামিরা দুলোভের বশবর্তী হয়ে কিছুদিন আগে মুঠোফোনে তার (বাদির) ছেলের কাছে বাড়ি নির্মাণ করতে হলে তাদেরকে (আসামিদের) ৫লাখ টাকা দিতে হবে বলে জানায়। ওই টাকা না দেয়ার জেরে কয়েকদফা হুমকি দেয়া হয়।
সর্বশেষ গত ২০ আগষ্ট বেলা ১১টার অভিযুক্তরা তাঁর নির্মাণাধীন বাড়িতে ঢুকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে থানায় দায়ের করা এজাহারে বাদি দাবি করেছেন।
Posted ১২:০০ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta