এম.জিয়াবুল হক,চকরিয়া(১৬ জুন) :: চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকমাস যাবত পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিং ও অফিসে ব্যাপক গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে ভুক্তভোগী লোকজন। ইতোমধ্যে উপজেলার হারবাং ইউনিয়নে বিক্ষুদ্ধ গ্রাহকরা বিদ্যুতের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে।
সর্বশেষ শুক্রবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া শহরে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং ও গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে দীর্ঘ মানববন্ধন করেছে সেচ্ছাসেবী সংগঠন ফুটন্ত কিশোর ছাত্র ক্লাবের সদস্যরা। তাদের মানববন্ধনে একাত্ম প্রকাশ করে উপজেলার নানা শ্রেনী-পেশার নাগরিকরা অংশ নেন।
মহাসড়কের চকরিয়া পৌরশহরের নিউ মার্কেট পয়েন্টে অনুষ্ঠিত মানবন্ধনে ফুটন্ত কিশোর ছাত্র ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি এম. সাখাওয়াত হোসেন আদনান এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন ক্লাবের পৃষ্টপোষক ও উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, উপদেষ্টা এডভোকেট চৌধুরী ফাহাদ বিন ফিরোজ (সোহান), চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন।
উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন পীস ফাইন্ডার’র সভাপতি আদনান রামিম, সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল, জুভেনাইল ভয়েস ক্লাবের সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম,কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন জিসান, ক্লাবের সভাপতি হামিদ হোসেন,সাধারন সম্পাদক হাছান মুরাদ, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন জাছিফ,ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম মানিক,সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন কালাম সাইদি, প্রচার সম্পাদক শরীফুল ইসলাম, নির্বাহী সদস্য আবদুল কাইয়ুম, সিনিয়র সদস্য এস.এম.নুরুল কবির,সদস্য কহিন আল ইসলাম,সদস্য হেলাল উদ্দিন, সদস্য রিয়াজ উদ্দিন,সদস্য তৌহিদুল ইসলাম,রবিউল হাসান,অত্র শুভাকাঙ্খী রুবেল প্রমুখ।
Posted ১১:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta