বিশেষ প্রতিবেদক(১৩ জুলাই) :: কক্সবাজারের চকরিয়ায় ৪টি চোরাই গরুসহ মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। তবে কোন চোরকে আটক করতে পারেনি পুলিশ।
১৩ জুলাই বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চকরিয়া পৌরশহরের খোদারকুম এলাকা থেকে এসব গরুসহ গাড়ি জব্দ করা হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, মাইক্রোবাসে করে চারটি চোরাই গরু মহেশখালীর দিকে নিয়ে যাচ্ছে বলে খবর পাই। পরে থানার একদল পুলিশ নিয়ে খোদারকুম এলাকায় ব্যারিকেড দিলে চোরের দল গরু বোঝাই গাড়ি ফেলে পালিয়ে যায়।
এসময় পুলিশ চারটি গরু ও মাইক্রোবাসটি জব্দ করে। তিনি আরো বলেন, গরু চোরদের ধরতে অভিয়ান চালানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
Posted ৪:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta