এম.জিয়াবুল হক,চকরিয়া(১৭ জুলাই) :: চকরিয়া থানা পুলিশের আলাদা দুটি অভিযানে মামলার সাজাপ্রাপ্তদ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। চকরিয়া পুলিশের পৃর্থকদল রোববার শহরের বায়তুশ শরফ সড়ক ও হারবাং ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেন।
থানা পুলিশ জানায়, এসআই আবদুল খালেক ও এএসআই মোস্তাক আহামদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশদল চকরিয়া পৌরশহরের বাইতুশরফ সড়ক এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ শফি (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আদালত সিআর মামলা (নং ৪১৪/১৫) সাজা দেন। শফি চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের জয়নাল আবদিনের ছেলে।
একইদিন বিকালে এএসআই হেলাল উদ্দিন ও এএসআই জুয়েল রায় সহ পুলিশের অপর একটিদল উপজেলার হারবাং ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে অভিযানে চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি জাহেদুল ইসলামকে (৩৬) গ্রেফতার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে একটি সিআর মামলায় নং ( ৩২৬/১০- আদালত এক বছরের সাজা দেন।
অপর একটি জিআর মামলায় নং (২৭৭/১২) আদালতের ওয়ারেন্ট রয়েছে। জাহেদুল উপজেলার হাবাং সিকদার পাড়া এলাকার নুরুল আবছারের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত দুই আসামিকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Posted ১১:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta