এম.জিয়াবুল হক,চকরিয়া(২১ মে) :: চকরিয়া থানা পুলিশের সাড়াশি অভিযানে ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেনসিডিল, চোলাই মদসহ ১১জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ডুলাহাজারা উলুবনিয়ার মোহাম্মদ রুবেল, পৌরসভার হালাকাকারা এলাকার আনোয়ার হোসেন বাবুল, বিমান বন্দর পাড়ার সালাম অভি, হালকাকারার আমানুল্লাহ, মাস্টার পাড়ার জসিম উদ্দিন, কোচপাড়ার মোহাম্মদ ইসমাইল, নিজপানখালীর ছকিনা খাতুন, কসাই পাড়ার রুজিনা বেগম, মনোর আলম, বান্দরবানের কোহালং এলাকার ছৈয়দ আলম ও হায়দার নাশির মোহাম্মদ হারুন। এসময় তাদের কাছ থেকে ৭শ পিস ইয়াবা ট্যাবলেট, ৫শ গ্রাম গাঁজা, ৩ বোতল ফেনসিডিল ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার হয়।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, থানা পুলিশের পৃথকদল রোববার ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। ২৪ ঘন্টার অভিযানে এসময় দুই নারীসহ ১১জনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
Posted ১২:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ২২ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta