এম.জিয়াবুল হক,চকরিয়া(২৮ ডিসেম্বর) :: চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মামলার পরোয়ানাভুক্ত ১২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, সাজাপ্রাপ্ত, দাঙ্গা-হাঙ্গামাসহ নানা অপরাধের মামলায় আদালতের পরোয়ানা জারি রয়েছে।
বুধবার রাত বারোটা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের চারটি পৃর্থকটিম এ অভিযান পরিচালনা করেন।
থানা পুলিশ জানায়, কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী নেতৃত্বে এসআই আলমগীর, সুকান্ত চৌধুরী ও এএসআই জহির, জুয়েল রায়সহ সঙ্গীয় পুলিশ একদিনের বিশেষ অভিযানে অংশ নেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকার বদরমিয়া ছেলে জামাল উদ্দিন (৩০), চিরিঙ্গা ইউনিয়নের নবীর হোসেনের ছেলে জামাল হোসেন(২৫), খুটাখালী ইউনিয়নের আলী আহমদের ছেলে রিয়াজ (২০),কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকার আমির হামজা ছেলে আমান উল্লাহ(২৬), সাহারবিল ইউনিয়নের রফিক আহমদের ছেলে মোহাম্মদ সেলিম(৩৪), সাইফুল ইসলাম (২৭), একই ইউনিয়নের রাসমণির ছেলে বকুল (৪০), আশরাফ আলীর ছেলে মাসুদ আহমেদ (৩০), সোলতান আহমদের ছেলে মো.ফোরকান (৩৫), আবুল কাসেমের ছেলে বাদশা (৩০), সুরাজপুর এলাকার মো.নুরুল হকের ছেলে মো.হোসেন (২৫) ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (৩০)।
চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর বলেন, জেলা পুলিশ সুপার ড.ইকবাল হোসেনের নির্দেশে জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে চকরিয়া থানা পুলিশের কয়েকটি টিম একদিনের বিশেষ অভিযানে মামলায় পরোয়াভুক্ত ১২ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
Posted ১২:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta