এম.জিয়াবুল হক,চকরিয়া(২২ আগষ্ট) :: চকরিয়া পৌর শহরে এক ব্যবসায়িকে পিটিয়ে মারাত্মকভাবে মারধরের পর তার কাছে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার বিকাল ৪টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় ঘটেছে এ হামলা ও লুটের ঘটনা। ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে।
অভিযোগে জানা যায়, লামা পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা সুপারি ব্যবসায়ি আবুল হাশেম গত ২১ আগস্ট বিকালে পান-সুপারি কিনতে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাতে আসেন।
বাজার থেকে পান-সুপারী ক্রয় করে লামায় যাওয়ার জন্য বাসটার্মিনালে অপেক্ষা করছিলেন। ওইসময় সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা চকরিয়া পৌরসভার কোচপাড়া গ্রামের জনৈক কামাল উদ্দিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ব্যবসায়ি হাশেমের উপর অর্তকিতভাবে হামলা চালায়।
ঘটনার সময় হামলাকারীরা ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে ¯’ানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। এসময় তার কাছে থাকা নগদ দেড় লাখ টাকা ও বিপুল পরিমান পান-সুপারী লুট করে নিয়ে যায়। তার একটি মোবাইল সেটও লুট করে নিয়ে যায়।
পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনা¯’লে অভিযান চালিয়ে হামলাকারী কামাল উদ্দিনকে গ্রেফতার করে।
এঘটনায় ব্যবসায়ি আবুল হাশেমের পুত্র মো: লিটন বাদি হয়ে কামাল উদ্দিন সহ আরও চারজনকে আসামী করে চকরিয়া উপজেলা জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে।
Posted ১২:১২ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta