এম.জিয়াবুল হক,চকরিয়া(২ জুলাই) :: চকরিয়ায় বিরোধের জেরে বাড়িভিটার শতাধিক ম্যালেরিয়া ও বেলজিয়াম গাছ কেটে লুটের ঘটনা ঘটেছে। ঈদের পর ৩০ জুন সকালে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটাস্থ উলুঘোনার দক্ষিন চরপাড়া গ্রামে মোহাম্মদ হোসেনের বাড়িভিটায় ঘটেছে এ ঘটনা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহকর্তা।
অভিযোগে ওই গ্রামের মৃত মদন আলীর ছেলে মোহাম্মদ হোসেন জানান, ঘটনার দিন সকালে তিনি এবং তাঁর স্ত্রী বাড়ি থেকে ঈদ উপলক্ষে স্বজনদের বাড়িতে বেড়াতে যান। ওইসময় বাড়িতে থাকে ছোট কয়েকজন শিশু। এ সুযোগে প্রতিবেশি আবুল হোসেন ও তাঁর ছেলে আরিফসহ ১০-১২জনের একটি দুর্বৃত্ত দল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর (মোহাম্মদ হোসেন) বাড়িভিটায় হামলা করে। এক পর্যায়ে তাঁরা (অভিযুক্তরা) বাড়িভিটার শতাধিক ছোট-বড় ম্যালেরিয়া ও বেলজিয়াম গাছ কেটে তড়িগড়ি করে লুটে নিয়ে যায়।
মোহাম্মদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে বাড়িতে আসলেও অভিযুক্তদের হুমকি ধমকির কারনে এব্যাপারে প্রতিবাদ করতে সাহস করেনি। ঘটনার সময় হামলাকারীরা তাঁর বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ গৃহকর্তা মোহাম্মদ হোসেন।
Posted ১১:০৭ অপরাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta