এম.জিয়াবুল হক,চকরিয়া(২৩ আগষ্ট) :: চকরিয়া উপজেলার বদরখালী বাজারে বিয়ের বাজার করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন বর ও কণে পক্ষের লোকজন। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ও বেদম প্রহারে নববধুসহ চারজন গুরুতর আহত হয়েছে। ঘটনার সময় হামলাকারীরা অস্ত্রের মুখে জিন্মি করে লুটে নিয়ে গেছে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেটসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল।
২১ আগষ্ট বিকালে বদরখালী বাজারস্থ রবি টাওয়ারের সামনে ওয়াপদা সড়কে ঘটেছে এ হামলার ঘটনা। আহতদের মধ্যে কণের বৃদ্ধ বাবা আবু ছিদ্দিককে (৬২) প্রথমে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় কণের পক্ষে নববধুর ভাই নুরুল ইসলাম বাদি হয়ে ২২ আগষ্ট চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটিতে আসামি করা হয়েছে বদরখালী ইউনিয়নের ঢেমুশিয়াপাড়া গ্রামের আলী হোছাইনের ছেলে আলা উদ্দিন, নাজেম উদ্দিন, মাতারবাড়ি পাড়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে কানিজ উদ্দিনসহ অজ্ঞাতনামা আরো ২-৩জনকে।
চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিয়ের বাজার করার সময় বর ও কণে পক্ষের লোকজনের উপর অতর্কিত হামলার ঘটনাটি প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই এব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার রাতে থানার এসআই কাওছার উদ্দিন চৌধুরীসহ পুলিশের একটিদল অভিযান চালিয়ে মামলার আসামি আলা উদ্দিন ও নাজেম উদ্দিনকে গ্রেফতার করেছে।
মামলার আর্জিতে বাদি বদরখালী ইউনিয়নের ঢেমুশিয়া পাড়া গ্রামের আবু ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম জানান, গত ১৮ আগষ্ট তাঁর বোন হোসনে আরা’র সাথে বিয়ের কাবিননামা সম্পাদন হয় প্রবাসী সেকাব উদ্দিনের। বর ও কণে পক্ষের সিদ্বান্ত মোতাবেক ২১ আগষ্ট বিকালে দুইপক্ষের লোকজন বদরখালী বাজারে বিয়ের বাজার করতে উপস্থিত হন।
ওইসময় অভিযুক্ত আসামিরা বদরখালী বাজারস্থ রবি টাওয়ারের সামনে ওয়াপদা সড়কে এসে অপেক্ষমান দুইপক্ষের লোকজনের উপর হামলা করে। এতে গুরুতর আহত হন নববধুসহ চারজন। তাঁরা হলেন কণের বাবা আবু ছিদ্দিক , কণে হোসনে আরা, বর সেকাব উদ্দিন ও তাঁর বাবা আলী হোছন।
আহতদের মধ্যে বৃদ্ধা আবু ছিদ্দিককে প্রথমে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
Posted ১২:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta