এম.জিয়াবুল হক,চকরিয়া(৭ জুলাই) :: চকরিয়ায় আলোচিত মজিদ বলী হত্যা মামলার এজাহারনামীয় আসামী নুরুল আবছার ওরফে গুরা মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকালে চকরিয়া পৌরশহরের জনতা মার্কেট এলাকা থেকে মামলার বাদির সহায়তায় থানা পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত গুরা মিয়া চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ঘাট পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনা গ্রামের বাসিন্দা মজিদ বলিকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ^াসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি বলেন, ওই মামলার আসামি নুরুল আবছার ওরফে গুরা মিয়া দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও শুক্রবার সকালে থানা পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া শহরের জনতা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামি গুরা মিয়াকে মামলার বর্তমান তদন্ত সংস্থা কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেশটিগেন (পিবিআই) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ১২:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta