এম.জিয়াবুল হক,চকরিয়া(১৫ মে) :: কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়ার নলবিলা ফরেস্ট স্টেশনের অদুরে খাদ্য গুদাম এলাকায় যাত্রীবাহি শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় পথচারী অজ্ঞাতনামা এক বৃদ্ধ (আনুমানিক বয়স-৫৮) নিহত হয়েছে।
বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিচয় পাওয়ানা গেলেও বৃদ্ধ মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ছেরাডিল নামক স্থানের বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘাতক বাসটি শ্যামলী (বাস নং ঢাকা ভ-১৪৬১০২) জব্দ করা হয়েছে। লাশটি হেফাজতে নেয়া হয়েছে।
Posted ১১:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta