বিশেষ প্রতিবেদক,চকরিয়া(১৬ জুন) :: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে অতিবর্ষন ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে।
এরই মাঝে ১৬ জুন শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফরিদা বেগম (৪৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
নিহত ফরিদা বমুবিলছড়ি ইউনিয়নের পানিস্যাবিল এলাকার ছৈয়দ নূরের মেয়ে।
বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতলব জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদা মাতামুহুরী নদীতে গোসল করতে গেলে হঠাৎ করে পানিতে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মৃত অবস্থায় ফরিদার মরদেহ ভেসে উঠে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ৩:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta