মুকুল কান্তি দাশ,চকরিয়া(২০ জানুয়ারি) :: কক্সবাজারের চকরিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ৬দিন ধরে আটকে রেখে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালীর একটি ভাড়া বাসা থেকে পুলিশ ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে।
পুলিশ ওই সময় ধর্ষক নিজাম উদ্দিন (২৩) কে গ্রেফতার করেছে।
নিজাম উদ্দিন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের কোটাপাড়ার আবদুর রহিমের পুত্র।
মেয়েটি মহেশখালী শাপলাপুর ইউনিয়নের একটি দাখিল মাদ্রাসার ৫শ্রেণীর ছাত্রী। তার বাড়িও ওই একই ইউনিয়নে।
পুলিশ জানায়, গোপনসুত্রে খবর পেয়ে রোববার সন্ধ্যার দিকে মেয়েটিকে চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালীর একটি ভাড়া বাসা থেকে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ওই সময় নিজাম উদ্দিনকেও গ্রেফতার করা হয়। ওই ছাত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মেয়েটির বড় ভাই রুবেল জানান, তার বোনকে নিজাম উদ্দিন তুলে নিয়ে কক্সবাজারে একটি হোটেলে নিয়ে ২দিন রাখে। সেখান থেকে চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালীর ওই ভাড়া বাসায় ৪দিন ধরে আটকে রাখে। ওই সময়ে তার বোনকে ধর্ষণ করা হয়েছে বলেও তিনি জানান। নিজাম বিবাহিত ও এক সন্তানের জনক।
নিজাম উদ্দিনের মা দিলয়ারা বেগম দাবী করেছেন, মেয়েটির সাথে আমার ছেলের সাথে ২দিন আগে কথা বলে বিয়ে করার উদ্দেশ্য ওই ভাড়া বাসায় উঠেছিল। কথাবার্তায় বনিবনা না হওয়ায় তার মিথ্যে অভিযোগ এনে টাকা আদায়ের অপচেষ্টা চালাচ্ছে। তারা এ ধরণের আরও অনেক ঘটনা করেছে বলে আমরা খবর পেয়েছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে। ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
Posted ১১:০৬ অপরাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta