বিশেষ প্রতিবেদক,চকরিয়া(২৮ আগস্ট) :: কক্সবাজার চকরিয়া উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের জালিয়া পাড়ায় বাড়ির ভেতর থেকে গলায় ফাস লাগানো অর্ধ ঝুলন্ত এক প্রবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৮ আগষ্ট দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে এ লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম আবুল হাসেম( ৪৫)। সে একই এলাকার মৃত আবদু রাজ্জাকের পুত্র। গত ৭ মাস পূর্বে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছে।
এলাকাবাসী ও নিকটাত্বীয়র দাবী স্ত্রীর পরকিয়া সম্পর্কের জের স্বামীকে পরিকল্পিত হত্যা।
পরিবারের দাবী ২৭ আগষ্ট রাত ১০টা থেকে রুমের ভেতরে ঢোকে দরজাবন্ধ করে রেখে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে।
তবে নিহতের নিকটাত্বীয় স্থানীয় আওয়ামীলীগ নেতা নুরুল আমিন টিপু জানিয়েছেন, আবুল হাসেমকে হত্যার পর গলায় রসি ঝুলিয়ে দেওয়া হয়েছে।কারণ তার লাশটি খাটের সাখে ঝুলানো অবস্থায় ছিল।এভাবে কেউ আত্বহত্যা করতে পারে না।এটা পরিকল্পিত হত্যাকান্ড।
এদিকে হত্যাকারীর শাস্তি চেয়ে তাৎক্ষনিকভাবে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তাদের দাবী স্ত্রীর পরকিয়া সম্পর্কের জের স্বামীকে পরিকল্পিত হত্যা করা হয়েছে।
এ ঘটনায় চকরিয়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে মর্গে প্রেরন করেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত চকরিয়া থানায় কেউ এজাহার দায়ের করেনি।
Posted ২:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta