এম.জিয়াবুল হক,চকরিয়া(৭ জানুয়ারী) :: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ পাচারকারী এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
রোববার সকাল আনুমানিক দশটার দিকে হাইওয়ে পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের খুটাখালীস্থ মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহি বাস তল্লাসি করে কিশোর শাকিল হোসেনকে (১৬) ইয়াবাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত পাচারকারী টেকনাফ উপজেলার হোয়াইক্ষং কাঞ্জরপাড়া এলাকার আবদু ছত্তারের ছেলে।
মহাসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি (ইনচার্জ) মো.রুহুল আমিন বলেন, গতকাল সকাল আনুমানিক ১০টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৬১৪৩) যাত্রীবাহী একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসি অভিযান চালানো হয়।
ওইসময় বাসের যাত্রী ওই কিশোরকে আটক করে তাঁর দেহ তল্লাসি করা হলে ডান পায়ের হাটুতে পলিথিন মুড়ানো এক হাজার ৯৯০পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় ইয়াবা পাচারকারী ওই কিশোরের বিরুদ্ধে গতকাল বিকালে চকরিয়া থানায় হাইওয়ে পুলিশের এএসআই ছবি উল্লাহ বাদী হয়ে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছেন।
Posted ১২:১১ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta