এম.জিয়াবুল হক,চকরিয়া(২২ আগষ্ট) :: চকরিয়ায় ছিনতাইকারীর খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছে পলাশ সুশীল (২৫) নামে এক সেলুন ব্যবসায়ী। ছোরা ধরে জিন্মি করে তার কাছ থেকে ছিনতাইকারীরা নগদ দেড় হাজার টাকা, মোবাইল সেট ও বাই সাইকেল নিয়ে চম্পট দেয়।
সোমবার রাত ১০টার দিকে চকরিয়া পৌরসভার দিগরপানখালী ১নং বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার যুবক দিগরপানখালী সুশীল পাড়ার ননী সুশীলের ছেলে ও স্থানীয় সেলুন ব্যবসায়ী।
ভুক্তভোগী পলাশ সুশীল বলেন, সোমবার রাতে ফাঁশিয়াখালী ভেন্ডিবাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। রাত ১০টার দিকে দিগরপানখালী ১নং বাঁধ এলাকায় পৌছলে মুখোশ পরিহিত ৬ যুবক পথরোধ করে ছোরা ধরে আমাকে জিন্মি করে। তারা আমার কাছ থেকে কেড়ে নেয় পকেটে থাকা দেড় হাজার টাকা, মোবাইল সেট ও ব্যবহৃত বাই সাইকেলটি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ১২:২১ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta