এম.জিয়াবুল হক,চকরিয়া(৯ আগষ্ট) :: চকরিয়ায় সপ্তম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে পুলিশ মোহাম্মদ সাইফ (১৮) নামে এক বখাটে যুবককে আটক করেছে।
বুধবার দুপুর ১টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকা থেকে পুলিশ আক্রান্ত ছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে।
একইদিন বিকালে পুলিশ ওই যুবককে ভ্রাম্যমান আদালতে পাঠালে সেখানে অপরাধ স্বীকার করেন। ওইসময় ভ্রাম্যমান আদালতের বিচারক ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম ভিকটিম ছাত্রী ও অভিযুক্ত বখাটের বক্তব্য গ্রহন শেষে তাকে (বখাটে যুবক) একমাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। বখাটে যুবক সাইফ চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।
আক্রান্ত শিক্ষার্থীর পরিবার সদস্যরা জানিয়েছেন, চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের সপ্তম শ্রেণীতে পড়–য়া ওই শিক্ষার্থীকে বেশ কিছুদিন ধরে অভিযুক্ত বখাটে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। একইভাবে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় বখাটে যুবক সাইফ ওই ছাত্রীর পথরোধ করে তাকে উত্ত্যক্ত করার চেষ্ঠা করেন।
পরিবার সদস্যরা জানান, উত্ত্যক্ত করার এক পর্যায়ে জোরপূর্বক আক্রান্ত ওই ছাত্রীকে একটি টমটম গাড়িতে তুলে নেয়ার চেষ্টা চালায়। এসময় সহপাঠিদের সহযোগীতায় বখাটের কবল থেকে রক্ষা পায় ওই ছাত্রী। পরে ঘটনাটি চকরিয়া থানার ওসিকে অবহিত করা হলে তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকা থেকে বখাটে সাইফকে আটক করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার বিষয়টি পরিবার থেকে জানানোর পরপর অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে পাঠানো হলে আদালতের বিচারক অপরাধ স্বীকার সাপেক্ষে অভিযুক্ত ওই বখাটে যুবককে একমাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
Posted ১১:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta