এম.জিয়াবুল হক,চকরিয়া(২৭ আগষ্ট) :: চকরিয়ায় শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে আবিদুর রহমান বাবু (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি এলজি, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৩টি চোরা উদ্ধার করা হয়।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীস্থ মেধাকচ্ছপিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবিদুর রহমান বাবু কক্সবাজার পৌরশহরের বদরমোকাম মসজিদ এলাকার আমিনুর রহমানের ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) এস.আই রুহুল আমিন বলেন, শনিবার রাতে একটি যাত্রীবাহি গাড়িতে করে অস্ত্র যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে হাইওয়ে পুলিশ মহাসড়কের মেধাকচ্ছপিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন গুলোতে তল্লাসি করেন।
এসময় কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি বাসের যাত্রী আবিদুর রহমানের হাতে থাকা একটি স্কুল ব্যাগে তল্লাশি করে ওই ব্যাগ থেকে ১টি এলজি, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৩টি চোরা উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে হাইওয়ে ফাঁড়ির এসআই রুহুল আমিন বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। গতকাল রোববার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Posted ১২:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta