এম.জিয়াবুল হক,চকরিয়া(২২ ডিসেম্বর) :: চকরিয়া উপজেলার মহাসড়কে শ্যামলী পরিবহণের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ওই বাসের সুপারভাইজার উত্তম কর্মকার (৪৫) নিহত ও অন্তত ১৫ যাত্রী কমবেশি আহত হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার উত্তর হারবাংস্থ জাইল্যার ঢালা নামক স্থানে ঘটেছে এ দুর্ঘটনা।
ঘটনার পরপর হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে এসে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন।
নিহত উত্তম কর্মকার বরগুনা জেলার গৌরনদী নামক এলাকার রণজিত কর্মকারের ছেলে। গতকাল শুক্রবার বিকেলে নিহত উত্তম কর্মকারের লাশ প্রাথমিক সুরতহাল তৈরী শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছেন বলে নিশ্চিত করেছেন মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো.নুরে আলম।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মো.নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী শ্যামলী পরিবহন যাত্রীবাহি ওই বাসটি চকরিয়া উপজেলার উত্তর হারবাং জাইল্যাঢালা নামক এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
ওই সময় বাসের ভেতরে থাকা সকল যাত্রীকে উদ্ধার করে বাইরে আনা সম্ভব হলেও সুপারভাইজার উত্তম কর্মকার আটকে যান। পরে চকরিয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে ওই সুপারভাইজারকে উদ্ধার করেন।
তিনি বলেন, উদ্ধারের পর বাসের সুপারভাইজার উত্তম কর্মকারকে চকরিয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসের চালক পলাতক থাকলেও ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে।
Posted ১১:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta