এম.জিয়াবুল হক,চকরিয়া(২০ জুলাই) :: টিআইবির সহযোগি প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা হাসপাতালের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলতান আহমদ সিরাজী। বক্তব্য রাখেন সনাক সদস্য সাংবাদিক মাইনুদ্দীন হাসান শাহেদ, ডা. মুজিবুল হক, ডা. মোহাম্মদুল হক, ডা. মো. ছাবের ও সনাক সদস্য জিয়া উদ্দীন।
এ সময় হাসপাতালের ডা. মো. খালেদ হোসেন, ডা. মর্তুজা বেগম, ডা. একরাম হোসেন, ডা. মো. তোফাজ্জল এবং সাংবাদিক ও সনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে চকরিয়া উপজেলা হাসপাতালে সনাক কর্তৃক পরিচালিত বেজলাইন প্রতিবেদনের আলোকে গৃহিত কার্যক্রম ও ভবিষ্যতে করনীয় বিষয়ে তুলে ধরেন টিআইবির এরিয়া ম্যানেজার এ.জি.এম.জাহাঙ্গীর আলম।
এ সময় বক্তারা বলেন,হাসপাতাল কর্তৃপক্ষ ও সনাকের গৃহিত বিভিন্ন উদ্যোগের ফলে সেবার মানোন্নয়নের পাশাপাশি সেবা ও সেবার মূল্য সম্পর্কীত তথ্য সাধারণ জনগনের জন্য উন্মুক্ত হয়েছে।
অনিয়ম বন্ধে সেবা সম্পর্কীত তথ্য বোর্ড, অভিযোগ ও পরামর্শ বাক্স ¯’াপন করা হয়েছে। আগামীতে হেল্প ডেস্ক ¯’াপন, দালালের দৌরাত্ম বন্ধসহ যে সকল বিষয়ে এখনো ঘাটতি রয়েছে তা দুরীকরণে দ্রুত পদক্ষেপ গ্রহন করা জরুরী।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলতান আহমদ সিরাজী বলেন, বিপুল পরিমাণ জনবল ঘাটতি থাকা সত্ত্বেও প্রতিদিন চকরিয়া উপজেলা হাসপাতালে আহত ৪ শতের অধিক বেশী রোগীকে সেবা দেয়া হচ্ছে।
তিনি বলেন, হাসপাতালের সার্বিক কার্যক্রমে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে মনিটরিং ব্যব¯’া জোরদার করা হয়েছে। সেবা গ্রহীতাদের যে কোন ধরণের অনিয়ম সম্পর্কীত অভিযোগ পাওয়া গেলে ব্যব¯’া নেয়া হবে।
সেবার মানোন্নয়নে সেবা গ্রহীতা ও শ্রেণি পেশার জনগনের মতামত গ্রহনের জন্য দ্রুত সময়ে গণশুনানী আয়োজন করা হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta