বিশেষ প্রতিবেদক,চকরিয়া(১৬ জুলাই) :: কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের রাস্তার সংস্কার কাজ করার সময় ম্যাজিক গাড়ীর চাপায় কামাল উদ্দিন (৫০) নামে এক সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মচারী নিহত হয়েছেন।
রবিবার সকাল ১১টার দিকে চকরিয়ার বরইতলী একতাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাজিরপাড়া এলাকার আমির হোছেনের ছেলে এবং সওজ চকরিয়া উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের অধীনস্থ অস্থায়ী কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী এলাকায় বৃষ্টির কারণে সৃষ্ট সড়কের গর্ত ভরাটের কাজ চলছিল।
সকাল ১১টার দিকে চকরিয়া থেকে লোহাগাড়াগামী একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি গর্ত ভরাটের কাজে নিয়োজিত কর্মচারী জসিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় তিনি।
চালক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা চালককে আটক ও গাড়িটি জব্দ করে। পরে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের কাছে চালকসহ গাড়িটি হস্তান্তর করা হয়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এএসআই হেলাল উদ্দিন বলেন, নিহত সওজের কর্মচারী জসিমরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালক আটক ও গাড়ি জব্দ রয়েছে।
এঘটনায় নিহতের পরিবার ও জেলা সড়ক ও জনপথ বিভাগের সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta