কক্সবাংলা ডটকম(৪ সেপ্টেম্বর) ::সিরিজের দ্বিতীয় টেস্টেও টস জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। আজকের একাদশে একটি মাত্র পরিবর্তন এনেছে বাংলাদেশ। সুযোগ পেয়েছেন মুমিনুল।
হাবিবুল-আফতাবদের যুগ পেরিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন প্রতিপক্ষের কাছে আতঙ্কের নাম। তাই সাকিব-তামিম-মুশফিকরা ম্যাচ শুরুর আগে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন না! সরাসরি বলেন জয়ের কথা।
সোমবার অসিদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টেও মুশফিক তেমন ঘোষণাই দিয়েছেন। তাই ম্যাচটি জিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে টাইগারদের আগ্রাসী মনোভাবটা আরও স্পষ্ট করে তুলতে চায় বাংলাদেশ। এজন্য যাবতীয় রণ কৌশল এরই মধ্যে ঠিক করে ফেলেছে মুশফিক বাহিনী।
সকাল দশটায় টাইগারদের পয়মন্ত ভেন্যু- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন। তবে ম্যাচটিতে থাকছে বৃষ্টির শঙ্কা! আবহাওয়া রিপোর্টে সোমবার বৃষ্টি না থাকলেও তৃতীয় দিন থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ম্যাচ শুরুর আগের দিন দুই দলের কেউই মূল মাঠে অনুশীলন করার সুযোগ পায়নি। যদিও জহুর আহমেদের সবুজ গালিচাতে শনিবার অতিথিরা অনুশীলন করলেও বৃষ্টির কারণে বাংলাদেশ রবিবার অনুশীলন করতে পারেনি। সবকিছু মিলিয়ে মাঠের অনুশীলনের ঘাটতি নিয়েই চট্টগ্রামে মাঠে নামছে দুই দল।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার একাদশ: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, হিল্টন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, ন্যাথান লায়ন, স্টিভেন ও’কিফ।
Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta