কক্সবাংলা ডটকম :: চাঁদের একেবারে কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩৷ ইতিমধ্যেই সফল ভাবেই এগিয়ে চলেছে৷
শনিবার গভীর রাতে দ্বিতীয় ডিবুস্টিং সফল হয়েছে চন্দ্রযান-৩-এর৷ চাঁদ থেকে আর মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছেন চন্দ্রযান-৩৷
ডিবুস্টিংয়ের পরে বিক্রম ল্যান্ডার চাঁদের উপরে কক্ষপথে চলে এসেছে৷ শুক্রবার প্রথম ডিবুস্টিং অপারেশন করেছিল ইসরো৷ শনিবার গভীর রাতে দ্বিতীয় ডিবুস্টিং সফল হয়েছে৷
গত ১৭ অগাস্ট প্রপালশন মডিউস থেকে চন্দ্রযান-৩-এর বিক্রম ল্যান্ডার আলাদ হয়ে নিজেই চাঁদের দিকে এগিয়ে চলেছে৷ চাঁদ থেকে উচ্চতা কমানোর পাশাপাশি গতি কমিয়ে নিচ্ছে বিক্রম ল্যান্ডার৷
এবার শুরু হবে সবচেয়ে কঠিন পর্যায় ইসরো-র৷ বিক্রমের গতি আরও কমিয়ে ল্যান্ডিংয়ের জন্য সঠিক জায়গাও খোঁজা হচ্ছে৷ তার আবার চার লক্ষ কিলোমিটার দূরে৷
১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করা হয়েছিল চন্দ্রযান-৩৷ ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল৷
আর মাত্র কয়েক ধাপ বাকি চাঁদের মাটিতে পা রাখার৷ আগামী ২৩ অগাস্ট চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান ৩৷ চাঁদে পৌঁছানোর আগেই চাঁদের ছবি তুলেছে চন্দ্রযান-৩৷
যা রীতিমতো সাড়া ফেলেছে৷ আপাতত সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা, কখন চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান-৩, সেই অপেক্ষাতেই অধীর আগ্রহে রয়েছে বিশ্ববাসী৷
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ২০ আগস্ট ২০২৩
coxbangla.com | Chanchal Chy