কক্সবাংলা ডটকম(৫ জুন) :: চিনের সঙ্গে ফের সংঘাতের রাস্তায় আমেরিকা। উত্তর কোরিয়া এবং বিতর্কিত দক্ষিণ চিন সাগর নিয়ে লালচিনকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। তিনি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা সারা বিশ্বের জন্যে হুমকি তৈরি করেছে। একইসঙ্গে তিনি দক্ষিণ চিন সাগর এলাকাকে সামিরিকীকরণের বিরুদ্ধে চিনকে হুঁশিয়ার করেছেন।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা ফোরামের সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা সচিব দাবি করেন, “কোরীয় উপদ্বীপকে অসামরিকীকরণ করার জন্য আমেরিকা ও মিত্ররা কাজ করে যাচ্ছে।” তিনি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের আকাঙ্ক্ষা সবার জন্য হুমকি। এই ইস্যুতে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। এ সময় অবশ্য তিনি চিনের ভূমিকার প্রশংসা করে বলেন, পিয়ংইয়ংকে বিরত রাখার জন্য বেজিং চেষ্টা করছে কিন্তু দক্ষিণ চিন সাগর এলাকাকে সামরিকীকরণ করার প্রচেষ্টা মেনে নেবে না আমেরিকা।
দক্ষিণ চিন সাগরে চিনের সীমানা নিয়ে দাবির বিষয়ে ম্যাটিস স্পষ্ট করে বলেছেন, “আমরা চিনের একতরফা ও জোরপূর্বক কোনও দাবি গ্রহণ করব না যা ওই এলাকার চিত্র পাল্টে দেবে।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta