কক্সবাংলা ডটকম :: আগুনে দাউ দাউ করে জ্বলছে চিনের সবজির বাজার । শনিবার চিনের হেবেই প্রদেশের একটি সবজি বাজারে এই ঘটনাটি ঘটেছে। আর তাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন আট জন ।
সেইসঙ্গে জখম হয়েছেন ১৫ জন । তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা ।
স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ আচমকাই বাজারের মধ্যে ভয়াবহ আগুন লেগে যায় । অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী।
শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে ততক্ষণে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন আটজন।
এই প্রসঙ্গে ঝাংজিয়াকু শহরের ছিয়াওশি জেলার প্রশাসন জানিয়েছেন, ‘আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের জীবন বর্তমানে ঝুঁকিমুক্ত।‘ ইতিমধ্যেই আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
চিনের এক সংবাদমাধ্যমের তরফে জানান হয়েছে, এই বাজারটি ২০১১ সালে প্রথম চালু হয় । ফল ও সামুদ্রিক খাবার থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য সবকিছুই পাওয়া যায় চিনের এই বাজারে ।
আর এবার এই বাজারেই আচমকাই লেগে যায় আগুন । বলা বাহুল্য, চিনে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে।
গত অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ শহর চেংডুতে এক অগ্নিকাণ্ডে ২৪ জন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এর আগে জুলাই মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিগংয়ের একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়। আর এবার নতুন বছর পড়তেই চিনে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা ।
Posted ৬:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta