কক্সবাংলা ডটকম(১৮ মে) :: পাকিস্তানের রাশ টানতে এবার কোমর বেঁধে নামছে ভারত৷ পাকিস্তানের আচরণ এবং চিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা দেখেই এবার সীমান্তবর্তী এলাকায় রাফেল জেট মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বায়ুসেনা৷
পাকিস্তান এবং চিনের দিক থেকে আসা কোনওরকম বিপদের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম এই রাফেল যুদ্ধবিমান৷ হরিয়ানার আম্বালা এবং পশ্চিমবঙ্গের হাসিমারাতে এই যুদ্ধবিমান রাখা হবে বলে জানা গিয়েছে৷
ইন্দো-চিন সীমান্তে চিনা সেনাদের বিশেষ টহলদারিতে ভারতের চিন্তা বেড়ে গিয়েছে আরও বহুগুণ৷ আর এই চিন্তায় ভারতকে রাফেল জেট মোতায়েনের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে৷ পাকিস্তান এবং চিনের যে কোনও ধরনের আক্রমনের প্রত্যুত্তর দিতে সক্ষম এই যুদ্ধবিমান৷ গতবছর সেপ্টেম্বরে ফ্রান্সের যুদ্ধবিমান নির্মাতা ডেসাল্ট অ্যাভিয়েশনের সঙ্গে ষাট হাজার কোটি টাকার চুক্তি করে ভারত, ৩৬টি রাফেল যুদ্ধবিমান কেনার জন্য৷ সূত্রের খবর, এর মধ্যে ১৮টি যুদ্ধবিমান আম্বালা এবং বাকি গুলি হাসিমারাতে রাখতে চলেছে ভারত৷ এই হাসিমারা চিন সীমান্তের সবথেকে কাছের সামরিক ঘাঁটি৷
প্রসঙ্গত, এর আগে উত্তরপ্রদেশের সরসাবাতে এই যুদ্ধবিমানগুলি মোতায়েন করার কথা বলা হয়েছিল, কিন্তু জমি না পাওয়ার কারণে এই সিদ্ধান্তে বদল আসে৷ তারপরেই এগুলি আম্বালা এবং হাসিমারায় রাখার কথা বলা হয়৷
Posted ৩:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta