কক্সবাংলা ডটকম(২০ আগস্ট) :: চীনের মেধাস্বত্ব নিয়ে অবশেষে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটির বাণিজ্য-বিষয়ক প্রতিনিধি রবার্ট লাইথিজার তদন্ত শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের এক সপ্তাহের মধ্যেই তা বাস্তবায়ন করে চীনের প্রতি নিজেদের কড়া অবস্থান বুঝিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে চীনের সঙ্গে সম্পর্ক বৈরী হয়ে উঠলেও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো পোক্ত করে তুলছে দেশটি। এ লক্ষ্যে ২০০ কোটি ডলারের ভারতের কাছে ২২টি সি গার্ডিয়ান ড্রোন বিক্রি করছে যুক্তরাষ্ট্র।
খবর এএফপি, ব্লুমবার্গ ও এনডিটিভি।
গত শুক্রবার দেয়া এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জানান, গত সোমবার (গত সপ্তাহে) প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন মেধাস্বত্ব, উদ্ভাবন অথবা প্রযুক্তি উন্নয়নের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে চীনের এমন আইন, নীতিমালা ও বাণিজ্যচর্চা খতিয়ে দেখার নির্দেশ দেন। যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্টেকহোল্ডার ও সরকারি সংস্থার সঙ্গে আলোচনা করে আমরা চীনের বাণিজ্যচর্চার বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছি।
প্রসঙ্গত, মার্কিন বাণিজ্য-বিষয়ক আইনের ৩০১ ধারা অনুযায়ী চীনের বাণিজ্যচর্চার বিরুদ্ধে তদন্ত করা হবে। এ ধারায় বুদ্ধিবৃত্তিক সম্পদের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে।
কোনো পণ্যের পেটেন্ট সুরক্ষা নিয়ে চীনের ব্যর্থতার বিষয়ে বিদেশী কোম্পানিগুলো অনেক দিন ধরেই অভিযোগ করে আসছে। বিশেষ করে চীনের স্থানীয় ব্যবসায় অংশীদারের কাছে প্রযুক্তি ও তথ্য বিনিময়ে বিদেশী কোম্পানিগুলোকে চাপ দেয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে দেশটিতে ব্যবসার সুযোগ হারানোর ভয়ে এসব কোম্পানি তাদের সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাতে পারছিল না।
এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে বলেন ‘ওয়াশিংটন আর অন্ধ হয়ে থাকবে না। আমাদের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয় কপিরাইট, ট্রেডমার্ক, ব্যবসার গোপন তথ্যসহ অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হবে।’
তিনি আরো জানান, বেইজিং মার্কিন ব্যবসার গোপন তথ্য চুরির যে চর্চা করে যাচ্ছে, তা বেশি দিন চলতে দেয়া যাবে না।
এদিকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের কড়া জবাব আগেই দিয়ে রেখেছে চীন। নিজস্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে মার্কিন তদন্তেরজেরে চীনের ওপর কোনো অবরোধ আরোপ করা হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীন বলেছে, এ রকম ক্ষেত্রে তারা ‘অলস বসে থাকবে না’।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের বিরুদ্ধে এমন সময় এ ধরনের কঠিন পদক্ষেপ নেয়া হলো, যখন যুক্তরাষ্ট্র এবং চীনের মিত্র দেশ উত্তর কোরিয়ার মধ্যে টানটান উত্তেজনা চলছে। পিয়ংইয়ংকে নিবৃত্ত করতে বেইজিংকে কার্যকর কিছু করার আহ্বানও জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীন উত্তর কোরিয়ার ওপর কড়াকড়ি আরোপ করলে তিনি বেইজিংয়ের প্রতি আরো নমনীয় হবেন।
ট্রাম্প বলেছেন, ‘কোনো দেশ বাজারে প্রবেশের শর্ত হিসেবে বেআইনিভাবে মার্কিন কোম্পানিগুলোকে তাদের মূল্যবান প্রযুক্তি হস্তান্তরে বল প্রয়োগ করলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াব।
বেইজিংও কম যায় না। চলতি সপ্তাহেই দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় দুই অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হলে তাতে সবাইকে ভুগতে হবে। প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন। গত বছর দেশ দুটির মধ্যে বাণিজ্য ঘাটতি ছিল ৩১ হাজার কোটি ডলার।
এদিকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন বাণিজ্য আভাস দেখা যাচ্চে, তখন ভারতের সঙ্গে ওয়াশিংটনের মিত্রতা আরেক ধাপ বেড়েছে। আটলান্টিক কাউন্সিলে জেনারেল অটোমিকসের প্রধান নির্বাহী বিবেক লাল জানিয়েছেন, ভারতের কাছে ২২টি ড্রোন বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ২০০ কোটি ডলারের এ ড্রোন বিক্রির চুক্তিটির সুবাদে যুক্তরাষ্ট্রে দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে।
এছাড়া পরোক্ষভাবে আরো অনেক মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে চুক্তিটির সুবাদে। সিনেট ইন্ডিয়া ককেশাসের সহকারী সভাপতি জন করিন বলেন, ড্রোন বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্ক আরো মজবুত হবে।
গত জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হোয়াইট হাউজে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটির ঘোষণা দিয়েছিলেন। এই প্রথম ন্যাটোবহির্ভূত কোনো দেশের সঙ্গে ড্রোন বিক্রির চুক্তি করল যুক্তরাষ্ট্র।
চীন যেখানে দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা করে যাচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটির সুবাদে ভারত মহাসাগরে নিজেদের প্রভাব অক্ষুণ্ন রাখতে পারবে ভারত। এভাবে এ অঞ্চলে ক্ষমতা রক্ষার লড়াইয়ে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা থাকবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরই ইসরায়েল থেকে ৪০ কোটি ডলারের বিনিময়ে ১০টি অত্যাধুনিক হেরন ড্রোন কিনেছে ভারত।
Posted ৩:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ২০ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta