রবিবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করলো যে সব দল

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
37 ভিউ
চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করলো যে সব দল

কক্সবাংলা ডটকম :: ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ আসর।আইসিসির ডেডলাইন অনুযায়ী ১২ জানুয়ারির মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সবকটি দলকে ঘোষণা করতে হত। এই কথা মাথায় রেখে প্রাথমিক দল ঘোষণা করে দিল আয়োজক দেশ পাকিস্তান।পাশাপাশি দল ঘোষণা করেছে অস্টেলিয়া,আফগানিস্থান ও বাংলাদেশ। তবে একাধিক দেশ ঘোষণা করলেও এখনও ভারত স্কোয়াড ঘোষণা করেনি।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ ‘এ’ তে রয়েছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। অন্যদিকে গ্রুপ ‘বি’ তে রয়েছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

এখন দেখে নেওয়া যাক চ্যাম্পিয়নস ট্রফিতে দলগুলোর স্কোয়াড

আয়োজক দেশ পাকিস্তান ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন বাদ পড়া দুই ক্রিকেটার। ফখর জ়মান ও ইমাম উল হক, দুজনই থাকছেন পাকিস্তানের প্রাথমিক দলে। দুই ক্রিকেটারই বেশ কিছু দিন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে ব্রাত্য ছিলেন। বাবর আজ়মের নেতৃত্ব যাওয়ার পরে তাঁর সমর্থনে মুখ খুলে বোর্ডের রোষের মুখে পড়েছিলেন ফখর। তাঁকে বাদ দেওয়া হয়েছিল। ২০১৭ সালে এই ফখরের ব্যাটেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। সেটিই পাকিস্তানের জেতা শেষ আইসিসি ট্রফি। ফখরের অভিজ্ঞতার জন্য নেওয়া হয়েছে তাঁকে। ইমামের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এছাড়াও নজর ছিল আরও এক নামের দিকে। তিনি হলেন সাইম আয়ুব। পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে নজর কেড়েছেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চোট পেয়েছেন তিনি। জানা গিয়েছে, আপাতত ছসপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর ঢোকা আপাতত কঠিন। তাই আয়ুবকে বাদ রাখা হয়েছে। যদি তিনি সময়ের মধ্যে সুস্থ হতে পারেন তা হলে ১৫ জনের দলে ঢুকে পড়বেন।

জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান। বাবর, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুফিয়ান মুকিম, কামরান গুলাম, সলমন আলি আঘাদের মতো নতুনদেরও রাখা হয়েছে দলে। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

পাকিস্তানের প্রাথমিক দলে থাকছেন যে সব ক্রিকেটাররা–

মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তায়াব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মহম্মদ হুসনাইন, আবদুল্লা শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, আব্রার আহমেদ, কামরান গুলাম, সলমন আলি আঘা, ইমাম উল হক, ফখর জমান, হাসিবুল্লা, আব্বাস আফ্রিদি।

অস্ট্রেলিয়ার ঘোষিত দল-

পিতৃত্বকালীন ছুটির জন্য শ্রীলঙ্কা সফরে না গেলেও পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন প্যাট কামিন্স। অধিনায়কত্বের দায়িত্বও তিনি সামলাবেন। দলে ফিরেছেন চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া জশ হ্যাজলউডও। আর দেশের জার্সি গায়ে এই প্রথম আইসিসি আয়োজিত কোনও টুর্নামেন্টে খেলবেন অ্যারন হার্ডি ও ম্যাট শর্ট। সোমবার (১৩ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। অস্ট্রেলিয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ২২ ফেব্রুয়ারি গ্রুপ লিগে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে আজিরা। বর্তমানে ছেলে ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের লক্ষ্য সামনে রেখে ঝাঁপাচ্ছেন কামিন্সরা। এক নজরে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার ঘোষিত দল-

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।

ঘোষিত আফগানিস্তান দল

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান দলও ঘোষণা করা হয়েছে। দলের অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে হাশমাতুল্লাহ শহীদির কাঁধে। দলের অন্যতম স্তম্ভ রশিদ খান, ফজলহক ফারুকিরা জায়গা পেলেও চোট সম্পূর্ণ না সারায় অফস্পিনার মুজিবুর রহমানকে রাখা হয়নি।

এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত আফগানিস্তান দল- হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আল্লাহ গজনফর, নুর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও নাভিদ জাদরান।

বাংলাদেশ স্কোয়াড

আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য রোববার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে নেই সাকিব আল হাসান, যিনি সদ্যিই বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটার লিটন দাসেরও।

এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের। এরপর রাওয়ালপিন্ডিতে খেলবে পরের দুই ম্যাচ।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকা

চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দলটি তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে। এরপর ২৫ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ১ মার্চ গ্রুপপর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দলটি।

দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভান ডার ডুসেন।

নিউজিল্যান্ড স্কোয়াড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।

ইংল্যান্ড স্কোয়াড:

জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কারস, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।

37 ভিউ

Posted ১:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com