কক্সবাংলা ডটকম :: উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্লে-অফে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে পেল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।
শুক্রবার প্লে-অফের ড্রতে এমনই ভাগ্য বরণ করে এ মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা দুটি দল।
এছাড়া ফরাসি জায়ান্ট পিএসজি পেয়েছে একই দেশের ব্রেস্তকে, ইতালির আটালান্টা পেয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে,
ইতালির জুভেন্টাস পেয়েছে ডাচ ক্লাব আইন্দহোফেনকে, ফ্রান্সের মোনাকো পেয়েছে পর্তুগালের বেনফিকাকে,
জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড পেয়েছে পর্তুগালের স্পোর্টিং লিসবনকে ও ইতালির এসি মিলান পেয়েছে ডাচ ক্লাব ফেনুর্ডকে।
গ্রুপ পর্বে অংশ নেয় মোট ৩৬টি দল। সেখান থেকে শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলোয় উঠে গেছে।
এখন নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দল প্লে-অফে মুখোমুখি হবে। এই ১৬ দলের মধ্যে আটটি উঠে যাবে শেষ ষোলোয়।
নিয়মানুযায়ী ড্রর আগেই চূড়ান্ত হয়ে যায়, ৯ ও ১০ নম্বরে থাকা দল প্লে-অফে পাবে ২৩ বা ২৪ নম্বর দলকে। এভাবে ১১/১২ খেলবে ২১/২২, ১৩/১৪ খেলবে ১৯/২০ ও ১৫/১৬ খেলবে ১৭/১৮ নম্বর দলের বিপক্ষে।
এমন নিয়মের কারণেই ২২তম হওয়া ম্যানসিটি জানত, প্লে-অফে তাদের প্রতিপক্ষ হবে ১১তম রিয়াল ও ১২তম বায়ার্নের যে কোনো একটি।
তবে রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়ালকেই পেল তারা।
Posted ১১:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta