কক্সবাংলা ডটকম(১৩ জুন) :: ডু অর ডাই’ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পাকিস্তান৷অষ্টম উইকেটে ৭৫ রানের দুরন্ত পার্টনারশিপ গড়ে দলকে জেতান সরফরাজ আহমেদ ও মহম্মদ আমিরের৷অধিনাখোচিত ইনিংস সরফরাজের৷বুধবার কার্ডিফে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের সামনে ইংল্যান্ড৷
সোফিয়া গার্ডেন্সে এদিন ২৩৬ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও মিডল-অর্ডারে ধস নামায় জয় থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছিল পাকিস্তান৷ সেখান একা বুক চিতিয়ে লড়াই করে দলকে কাঙ্খিত জয় এনে দেন সরফরাজ৷৭৯ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন পাক অধিনায়ক৷তাঁকে যোগ্য সঙ্গত দেন বাঁ-হাতি পেসার আমির৷
তাঁর গুরুত্বপূর্ণ ২৮ রান পাকিস্তানকে তিন উইকেট জয় এনে দেয়৷ রান তাড়া করতে নেমে আজহার আলি ও ফাকহার জামিন ওপেনিং জুটিতে ৭৪ রান যোগ করে পাকিস্তানকে জয়ের ভিত গড়ে দেয়৷কিন্তু মিডল-অর্ডার বাবর আজম, শোয়েব মালিক, মহম্মদ হাফিজের ব্যর্থতায় ব্যাকফুটে চলে যায় পাকিস্তান৷সেখান থেকে দলকে টেনে তোলেন ক্যাপ্টেন সরফরাজ৷ম্যাচের সেরাও তিনি৷
এদিন টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে পাঠায় পাকিস্তান৷শুরুটা মন্দ হলেও নিরোসন ডিকওয়েলা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজের লড়াইয়ে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা৷কিন্তু জুনেইদ খান ও হাসান আলির গতি ও সুইংয়ের সামনে বেসামাল হয়ে পড়ে লঙ্কার মিডল-অর্ডার৷ডিকওয়েলা ছাড়া শ্রীলঙ্কার কোনও ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকাতে পারেননি৷৮৬ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাঁ-হাতি ওপেনার৷দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ম্যাথিউজের ৩৯ রান৷ শ্রীলঙ্কা মাত্র ৭১ রানে শেষ সাতটি উইকেট হারায়৷জুনেইদ ও হাসান তিনটি করে উইকেট তুলে নেন৷
Posted ১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta