কক্সবাংলা ডটকম(১৫ জুন) :: চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতকে ২৬৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ১২৩ রানের জুটির পর অল্প সময়ের ব্যবধানে তামিম, সাকিব ও মুশফিক সাজঘরে ফেরায় কিছুটা বিপদে পড়েছিল টিম টাইগার। শেষ দিকে মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণে ৭ উইকেটে ২৬৪ রানে থামে বাংলাদেশের ব্যাটিং ইনিংস।
বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। টস জিতে মাশরাফিবাহিনীকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ইনিংসের প্রথম ওভারের শেষ বলে কোনো রান করার আগেই ভুবনেশ্বর কুমারের শিকারে পরিণত হন হয়েছেন সৌম্য সরকার। ৬.৫ ওভারে সাব্বির রহমানকেও (১৯) আউট করেন ভুবনেশ্বর কুমার।
২৮তম ওভারে সাজঘরে ফেরেন তামিম ইকবাল (৭০)। এর আগে তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১২৩ রানের জুটি গড়েন তিনি। এর আগে ১৯তম ওভারে ৬২ বল খেলে ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ করেন তামিম।
ইনিংসের ৩৪.২ ওভারে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান (১৫)। ৩৫.২ ওভার আউট হন মুশফিকুর রহিম (৬১)। এর আগে ২৬.২ ওভারে ৬১ বলে ব্যক্তিগত অর্ধশত রান করেন তিনি। ৪২.৩ ওভারে সাজঘরে ফেরেন মোসাদ্দেক হোসেন (১৫)। ৪৫তম ওভারের শেষ বলে বোল্ড হন মাহমুদুল্লাহ রিয়াদ (২১)।
কাগজে কলমে ভারত শক্তিশালী দল হলেও সাম্প্রতিক ফর্মের কারণে র্যাংকিংয়ে শুরুর দিকে থাকা দলটিকে হারানোর স্বপ্ন বুনছে বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে মাশরাফিবাহিনী।
চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পাহাড় ধসে নিহতদের স্মরণে কালো ব্যাজ লাগিয়ে খেলতে নামছে বাংলাদেশ দল। গত সোমবার দিবাগত রাতে জেলাগুলোতে পাহাড় ধসের ঘটনার পর এখন পর্যন্ত প্রায় দেড়শ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এখন পর্যন্ত ৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ ৫টি এবং ভারত ২৬টিতে জয় পেয়েছে। একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।
Posted ৬:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta