কক্সবাংলা ডটকম :: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারী থেকে। এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন।
সাফ জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া।
একইসঙ্গে নাসির আরও জানান, ‘২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপেও দুটি দলের মধ্যে ফাইনাল হয়েছিল। অবশ্য এই ফাইনালে জিতেছিল অষ্ট্রেলিয়া।
২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত জিতেছিল। এবারও ২০২৫ সালে ভারত ও অষ্ট্রেলিয়ার মধ্যে ফাইনালের অপেক্ষায় আছি। দেখা যাক কি হয়।
তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অষ্ট্রেলিয়া এক নম্বরে থাকার পেছনে নিশ্চয়ই কোন কারণ আছে।’
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।
নিয়ম অনুযায়ী ১২ জানুয়ারি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অংশগ্রহণকারী দেশগুলির প্রাথমিক দল ঘোষণার ডেডলাইন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া সাতটি দেশ ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে।
একমাত্র বাকি রয়েছে ভারতীয় ক্রিকট দল ঘোষণা। তা কবে করবে বিসিসিআই এই নিয়েই চলছে জল্পনা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ ও ওডিআই সিরিজ রয়েছে ভারতের।
টি-২০ সিরিজের দল ঘোষণা করা হলেও ওডিআই সিরিজের দল ঘোষণা করা হয়নি এখনও। তবে খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।
Posted ৩:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta