কক্সবাংলা ডটকম(১০ জুন) :: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া৷আর সেই সঙ্গে শেষ চারে চলে গেল বাংলাদেশ৷শনিবার এজবাস্টনে বৃষ্টিবঘ্নিত ম্যাচে ডাক-ওয়ার্থ লুইস নিয়মে অস্ট্রেলিয়াকে ৪০ রানে হারায় ইংল্যান্ড৷ফলে গ্রুপ-এ থেকে ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ৷সেমিফাইনালে বাংলাদেশ খেলবে গ্রুপ-বি ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিজয়ী দলের বিপক্ষে।
প্রথম দু’টি ম্যাচ জিতে আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড৷ এদিন মর্গ্যানবাহিনী অস্ট্রেলিয়াকে হারাতেই শেষ চারের দরজা খুলে গেল বাংলাদেশের৷ এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৭৮ রান তাড়া করে ডাক-ওয়ার্থ লুইস নিময়ে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড৷ মাত্র ৬ রানে দু’ উইকেট হারালেও বেন স্টোকসের দুরন্ত সেঞ্চুরি ও ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান হাফ-সেঞ্চুরিতে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় ইংল্যান্ড৷
কিন্তু ৪০.২ ওভারে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়৷ পরে আর খেলা শুরু না-হওয়ায় ওভার পিছু স্কোরিংয়ে এগিয়ে থাকার সুবাদে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড৷১০৯ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন স্টোকস৷৮১ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলে রান-আউট হন মর্গ্যান৷
এদিন ‘ডু অর ডাই’ ম্যাচে প্রথম ব্যাটিং করে ইংল্যান্ডের সামনে ২৭৮ রানের টার্গেট রাখে অস্ট্রেলিয়া৷ট্র্যাভিস হেড, অ্যারোন ফিঞ্চ এবং অধিনায়ক স্টিভ স্মিথের হাফ-সেঞ্চুরিতে আড়াইশো’র গণ্ডি টপকায় অস্ট্রেলিয়া৷৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন হেড৷ এছাড়া ফিঞ্চ ৬৮ ও স্মিথ ৫৬ রান করেন৷ ইংল্যান্ড বোলারদের মধ্য মার্ক উড ও আদিল রশিদ চারটি করে উইকেট নেন৷ অস্ট্রেলিয়ার প্রথম দু’টি ম্যাচই (নিউজিল্যান্ড ও বাংলাদেশ) বৃষ্টিতে পরিত্যক্ত হয়৷
দু’টি ম্যাচ হেরে আগেই গ্রুপ-এ থেকে শেষ চারের দৌড় থেকে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড৷ কিন্তু প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হারলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র এবং শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে দরজা খুলে গেল বাংলাদেশের৷
Posted ১১:৩২ অপরাহ্ণ | শনিবার, ১০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta