কক্সবাংলা ডটকম :: চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচ বুধবার। আজ রাতেই ফয়সালা হবে ৩৬টি দলের মধ্যে শেষ ষোলোয় পৌঁছবে কারা।
প্রথম আটে থেকে কারা সরাসরি উঠবে এবং বাকি আটটি জায়গার জন্য লড়াই করবে কোন ১৬টি দল, তা নির্ধারিত হবে আজ রাতেই। লিভারপুল আর বার্সেলোনা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কোয়ার্টারে।
তবে চাপের মুখে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলি। এমনকী, এই মরশুমের জন্য টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারে ম্যাঞ্চেস্টার সিটি।
তাই আজ রাতে ফুটবলপ্রেমীদের নজর থাকবে ইউসিএলের দিকেই।
৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে রিয়াল। তারা খেলবে তেরোয় থাকা ব্রেস্তের বিরুদ্ধে। ফরাসি লিগের ক্লাবের বিরুদ্ধে সহজেই জয় পাবে রিয়াল, এমনটাই আশা ভক্তদের।
ম্যাচ জিতলে এবং বাকি কয়েকটি ম্যাচের ফল তাদের পক্ষে গেলে প্রথম আটের মধ্যে জায়গা করে নিতে পারে রিয়াল। সে ক্ষেত্রে সরাসরি কোয়ালিফাই করবে শেষ ষোলোয়।
সবচেয়ে চাপে ম্যান সিটি। মাত্র ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে তারা। আজ নামবে ক্লাব ব্রুজের বিরুদ্ধে। হারলেই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।
সম্প্রতি বহু সহজ ম্যাচেও পয়েন্ট নষ্ট করায় দলকে নিয়ে চাপ বাড়ছে কোচ পেপ গুয়ার্দিওলার।
বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্তাসও আছে ১২ পয়েন্টে। তাদেরও লক্ষ্য প্রথম আটে জায়গা পাওয়া। তবে জুভেন্তাসকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বেনফিকা। শেষ ম্যাচে জয় না পেলেও বার্সেলোনাকে ৪ গোল দিয়েছিল তারা।
তুলনামূলক ভাবে সুবিধাজনক অবস্থায় আছে আর্সেনাল, ইন্তার মিলান, আতলেতিকো মাদ্রিদের মতো দল। তবে শেষ ম্যাচে বার্সেলোনার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামবে আতালান্তা।
প্রতিটি ম্যাচই শুরু সময় বুধবার রাত ১.৩০ মিনিট থেকে। দেখে নেওয়া যাক নজর থাকবে কোন কোন ম্যাচের দিকে-
Posted ১:৫২ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta