কক্সবাংলা ডটকম(১ জুন) :: এগারো বছর পর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে বাংলাদেশ। রোমাঞ্চ থাকলেও আবেগকে চড়ে বসতে দিচ্ছে না টাইগাররা। দুই প্রস্তুতি ম্যাচের দুঃসহ স্মৃতি ভুলে মনোযোগ আসল লড়াইয়ে। ইংল্যান্ডকে ফেবারিট বললেও লক্ষ্যের কথা ভুলছেন না মাশরাফি। অন্যদিকে গত দুই বিশ্বকাপের স্মৃতি না হাতড়ে সাম্প্রতিক পারফর্মেন্সে হুশিয়ারি দিয়ে রাখলেন মরগ্যান। কিংসটন ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
এগারো বছর পর চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে বাংলাদেশ। সরাসরি না বললেও রোমাঞ্চ ঠিকই ভর করেছে টাইগারদের ওপর। ভাল প্রস্তুতি নিয়েই টুর্নামেন্ট শুরু করতে পারতো বাংলাদেশ। কিন্তু দুই প্রস্তুতি ম্যাচে বড় হারে টাইগারদের ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। অধিনায়ক আস্বত্ব করলেন ভুল থেকে শিক্ষা নেবেন তারা।
গত দুই বছরে ওডিআইতে সবচেয়ে ধারাবাহিক দল ইংল্যান্ড। তিনশ প্লাস রান করছে বলেকয়ে। দুইবার বোর্ডে তুলেছে চারশ রান। ঘরের মাঠে বিগ অ্যাসাইনমেন্টে ইংলিশদের অস্বস্তি বেন স্টোকসকে নিয়ে। ইনজুরির কারণে স্টোকসের বোলিং মিস করবে।
আরেকটা অস্বস্তির খবর গায়ে না মাখলেও ঘুরেফিরে এসে যাচ্ছে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপের কথা। তবে ইংলিশ অধিনায়ক অতীতে পড়ে না থেকে নিজেদের সাম্প্রতিক পারফের্মেন্সের কথা মনে করিয়ে দিলেন।
ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগ্যান জানান, ওদের সামর্থ্য সম্পর্কে ধারনা আছে। আমরা জানি ওরা বেশ ভালো দল। চ্যাম্পিয়নস ট্রফিতে দীর্ঘ সময় পর ফিরেছে। প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। সবার জন্য। খারাপ পড়লেই বাদ পরবেন। ভুলের সুযোগ নেই এখানে।
চার বছর পর কেনিংটন ওভালে দিনের আলোতে ওডিআই হচ্ছে।
Posted ১১:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta